প্রধান শিক্ষকের বানী



টাংগাইল জেলাধীন বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সিংগারডাক গ্রামে এই সিংগারডাক আদর্শ উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৮২ সালে। এই বিদ্যালয়টির উদ্দেশ্য হল অবহেলিত জনগুষ্টির ছেলেমেয়েদের শিক্ষার মান উন্নত করা। উক্ত বিদ্যালয়টিতে জেনারেল শিক্ষার পাশাপাশি ভোকেশনাল শিক্কা বিদ্যমান। ফলাফলের দিক থেকে আমরাই সেরা। সবাইকে ধন্যবাদ।